1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. info.saiiful@gmail.com : Admin : Admin
  3. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  4. news@gmail.com : morning24 :
কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক-১
Friday, 05 December 2025, 04:15 pm

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক-১

এ.কে পলাশ
  • Update Time : Wednesday, 3 December, 2025, 11:00 pm
  • 9 Time View
কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক-১
13

কুমিল্লা সদর শালধর এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এসময় মাদক চোরাচালান কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

বুধবার (৩ ডিসেম্বর) জেলার সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের শালধর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী খোকন মিয়া (৪৪) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শরিফপুর গ্রামের মৃত আশরাফ আলী এর ছেলে।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক-১

র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের শালধর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাজাসহ খোকন মিয়া নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
More News Of This Category