কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের রাজাপুর রেলওয়ে স্টেশনের আউটার (দক্ষিণ পাশে) থেকে অজ্ঞাত এক ব্যক্তির ছিন্ন বিছিন্ন দেহ উদ্বার করেছে রেলওয়ে পুলিশ।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের বুড়িচং উপজেলার রাজাপুর রেলওয়ে স্টেশনের আউটারে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ শুক্কুর খান জানান ঢাকা-চট্রগ্রাম রেল পথের কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলওয়ে স্টেশনের আউটার ১৬৬.৬৭ কিঃমিঃ এলাকায় শুক্রবার দিবাগত রাতের যে কোন সময় ঢাকাগামী রেলপথের ট্রেনে কাটা পড়ে ওই অজ্ঞাত (৩৫) পুরুষের মৃত্যু হয়েছে।
ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির দেহ ছিন্ন বিছিন্ন হয়ে যায়। খবর পেয়ে শনিবার সকালে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ শুক্কুর খান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান যে অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্তের সি আই ডি কে ডাকা হয়েছে। ঘটনাটি আত্মাহত্যা না দুর্ঘটনা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।