1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. news@gmail.com : morning24 :
খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত ১
Tuesday, 16 December 2025, 11:08 pm

খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত ১

আসিফ আমিন
  • Update Time : Tuesday, 16 December, 2025, 10:51 pm
  • 6 Time View
খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত ১
7

প্রতিবেদন: খুলনায় দুর্বৃত্তদের গুলিতে চান মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন যোগীপোল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে একটি মোটরসাইকেলে করে দু’জন যুবক যোগীপোল রেলক্রসিং এলাকায় আকবর নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে দাঁড়িয়ে থাকা চান মিয়ার কোমরে স্পর্শ করে বেরিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত চান মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ টার্গেট হওয়া ব্যক্তি আকবরকে তার আত্মীয়ের কাছে নিরাপদে পৌঁছে দেয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “ঘটনার পরপরই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে জোরালো অভিযান চলছে। সন্ত্রাসীরা আকবরকে লক্ষ্য করে গুলি করেছিল, তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে চান মিয়ার গায়ে

Facebook Comments Box
More News Of This Category