আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও নিরাপত্তাজনিত কারণে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।
রবিবার (৭ ডিসেম্বর) বিকালে জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ মো: আনোয়ার খান আনু বিষয়টি নিশ্চিত করেছেন।
নোটিশে বলা হয়,রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও নিরাপত্তাজনিত কারণে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ সাময়িকভাবে সকল দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হবে। নোটিশ অনুযায়ী গতকাল শনিবার ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর সোমবার পর্যন্ত ১০দিন দর্শনার্থীরা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে পারবেন না।
এছাড়া জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ মো. আনোয়ার খান আনু বলেন,বিজয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজন করতে স্মৃতিসৌধ এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। এজন্যই সীমিত সময়ের জন্য প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে।
এছাড়াও তিনি আরও বলেন,সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করা হলেও দর্শনার্থীদের কাছে সহযোগিতার প্রত্যাশা করা হচ্ছে। বিজয় দিবসকে ঘিরে স্মৃতিসৌধ এলাকা যাতে পরিপাটি ও নিরাপদ থাকে সে লক্ষ্যেই চলছে এসব প্রস্তুতিমূলক কার্যক্রম।