1. [email protected] : bappi : bappi
  2. [email protected] : Admin : Admin
বঙ্গভবনের সামনে আন্দোলন না করার পরামর্শ দিলেন তথ্য উপদেষ্টা
Saturday, 11 January 2025, 01:06 pm

বঙ্গভবনের সামনে আন্দোলন না করার পরামর্শ দিলেন তথ্য উপদেষ্টা

  • Update Time : Wednesday, 23 October, 2024, 04:52 pm
  • 57 Time View

অনলাইন ডেস্কতথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বঙ্গভবনের সামনে আন্দোলন না করার পরামর্শ দিয়ে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণের বিষয়টি নিয়ে সাংবাদিককরা প্রশ্ন করলে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির অপসারণ-এ সিদ্ধান্তের বিষয় নিয়ে আলোচনা চলছে। জনশৃঙ্খলা নিরাপত্তা গুরুত্ব দেয়া হচ্ছে। এ বিষয়ে অরাজক পরিস্থিতির সৃষ্টি করার দরকার নাই। পতিত ফ্যাসিবাদি শক্তি মিছিল করছে, মাথাচাড়া দিয়ে উঠতে চেষ্টা করছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

তথ্য উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ছাত্র-জনতার পক্ষ থেকে একটা আল্টিমেটাম দিয়েছেন। আমরা আমদের জায়গা থেকে একটা সে বিষয় নিয়ে আলোচনা করছি। এ বিষয়ে নির্ধারিত কোনো সময় নেই। আলোচনার মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্ত যেতে পারব, মানে রাষ্ট্র ও জনগণের পক্ষ যাবে সেসময় সিদ্ধান্ত নিব। এরপর সকলকে জানাব। তবে বঙ্গবভনের সামনে কোনো আন্দোলন করার দরকার নেই, জনগণের ম্যাসেজ সরকার পেয়েছে।

Facebook Comments Box
More News Of This Category