1. [email protected] : bappi : bappi
  2. [email protected] : Admin : Admin
সড়ক অবরোধ করে রেসিডেন্সিয়াল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
Tuesday, 03 December 2024, 08:11 pm

সড়ক অবরোধ করে রেসিডেন্সিয়াল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

  • Update Time : Sunday, 17 November, 2024, 02:23 pm
  • 35 Time View

অনলাইন ডেস্ক  :  লটারি নয় মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবিতে রাজধানীর আসাদগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। রাস্তায় নেমে বিক্ষোভ করায় দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রবিবার (১৭ নভেম্বর) সকাল ১০টার পর তারা কলেজে থেকে বেরিয়ে আসাদগেট এলাকার গণভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীদের দাবি, লটারির ভিত্তিতে ভর্তির প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে। যার ফলে মেধা থাকা স্বত্বেও শিক্ষার্থীরাও কলেজটিতে পড়ার সুযোগ হারাচ্ছেন। তাই সেই প্রথা আর চান না তারা। পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইরে ভিত্তিতে কলেজে ভর্তির দাবি তাদের। দাবি আদায় না হলে, সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, ভর্তি বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সকালে একাধিকবার বসেছে কর্তৃপক্ষ। তাদের আন্দোলন না করার আহ্বান জানানো হয়। এসব তোয়াক্কা না করে কলেজের গেট ভেঙে শিক্ষার্থীরা গণভবনের সামনের সড়কে অবস্থান নেন। এতে দুই পাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।

Facebook Comments Box
More News Of This Category