1. [email protected] : bappi : bappi
  2. [email protected] : Admin : Admin
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হতে পারে শৈত্যপ্রবাহ
Saturday, 30 November 2024, 06:47 pm

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হতে পারে শৈত্যপ্রবাহ

  • Update Time : Saturday, 30 November, 2024, 05:57 pm
  • 0 Time View

অনলাইন ডেস্ক  :  দেশের বিভিন্ন জেলায় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই বেশ শীত শীত আমেজ শুরু হয়েছে। তাপমাত্রা কমে প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। এরইমধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের তীব্রতা শুরু হয়ে গেছে। হিমালয়কন্যা পঞ্চগড়ের তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে। তবে দেশের কোথাও এখনো শৈত্যপ্রবাহ হয়নি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আগামী ১৫ দিনের আবহাওয়ার বিষয়ে গণমাধ্যমে বিস্তারিত বলেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত তাপমাত্রা যেমন আছে, তাতে আগামী এক সপ্তাহের মধ্যে ওইরকম শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা নেই। যেভাবে তাপমাত্রা ধারাবাহিকভাবে কমছে, তাতেও ধরে নেওয়া যেতে পারে- আগামী এক সপ্তাহের মধ্যে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার উল্লেখযোগ্য কোনো সম্ভাবনা নেই। তবে ১৫ ডিসেম্বরের মধ্যে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হয় এবং শেষের দিকেও তীব্র শৈত্যপ্রবাহ থাকে।

নাজমুল হক আরও বলেন, দেশে যখন শৈত্যপ্রবাহ শুরু হয় তখন রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে মূলত হয়ে থাকে। আর ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগে শৈত্যপ্রবাহ একটু পরে আসে। অর্থাৎ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box
More News Of This Category