1. [email protected] : bappi : bappi
  2. [email protected] : Admin : Admin
দৃষ্টিহীনদের বিশ্বকাপে আবারও রানার্সআপ বাংলাদেশ
Monday, 06 January 2025, 11:21 pm

দৃষ্টিহীনদের বিশ্বকাপে আবারও রানার্সআপ বাংলাদেশ

  • Update Time : Tuesday, 3 December, 2024, 07:15 pm
  • 25 Time View

অনলাইন ডেস্ক  : দৃষ্টিহীন বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশ পরপর দুবার দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হলো।  মুলতান ক্রিকেট স্টেডিয়ামের ফাইনালে আজ আরিফ-আশিকুরদের ১০ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক পাকিস্তান। ফাইনালে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৩৯ রান করেছিল বাংলাদেশ। জবাবে দুই ওপেনারের তাণ্ডবে স্বাগতিক পাকিস্তান মাত্র ১১.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন আরিফ হুসেইন। এ ছাড়া সালমান ৩১ ও আশিকুর ২২ রান করেন। ২ উইকেট নিয়ে ফাইনালে পাকিস্তানের সেরা বোলার বাবর আলী। তার সঙ্গে মোহাম্মদ সালমান ও মতিউল্লাহর ১টি করে উইকেট বাংলাদেশকে অল্পতেই বেঁধে রাখতে ভূমিকা রাখে। লক্ষ্য তাড়ায় পাকিস্তানের দুই ওপেনার নিসার আলী ৭২ ও মোহাম্মদ সফদার ৪৭ রানে অপরাজিত থাকেন।

এর আগে বাংলাদেশ ২০২২ সালের আগের আসরের ফাইনালে হেরেছিল ভারতের কাছে। পাকিস্তান তৃতীয়বারের মতো ফাইনালে খেললেও চ্যাম্পিয়ন হলো এই প্রথম।

সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ: ২০ ওভারে ১৩৯/৭  পাকিস্তান: ১১.২ ওভারে ১৪০/০  ফলাফল : পাকিস্তান ১০ উইকেটে জয়ী।

Facebook Comments Box
More News Of This Category