1. [email protected] : bappi : bappi
  2. [email protected] : Admin : Admin
the daily morning voice
Wednesday, 11 December 2024, 11:17 pm

  • Update Time : Wednesday, 11 December, 2024, 09:18 pm
  • 1 Time View

অনলাইন ডেস্ক  : দিনাজপুরের হিলি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এক ভারতীয় মালিকের কাছে গরু হস্তান্তর করেছে বিজিবি। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটর দিকে হিলি সীমান্তের মেইন পিলার ২৮৫/০৩ এস সংলগ্ন শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের সদস্যদের মধ্যে পতাকা বৈঠকে মাধ্যমে গরুটি ফেরত দেওয়া হয়। এর আগে গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সীমান্ত অতিক্রম করে গরুটি বাংলাদেশে আসে।

পতাকা বৈঠকে জয়পুরহাট-২০ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন হিলি বিজিবির সিপি ক্যাম্পের কমান্ডার শাহাদাৎ হোসেন ও ভারতের বিএসএফের হিলি-১ ক্যাম্পের ইন্সপেক্টর শিবচারন।  হিলি বিজিবির সিপি ক্যাম্পের কমান্ডার শাহাদাৎ হোসেন বলেন, গতকাল সন্ধ্যায় ভারতীয় এক মালিকের গরু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। পরে ভারতের পক্ষ থেকে গরুটি ফেরতে চেয়ে আবেদন করলে পতাকা বৈঠকের মাধ্যমে আজ দুপুরে গরুটি ফেরত দেওয়া হয়েছে। এ সময় বিএসএফের সদস্য ও গরুর মালিক উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিজিবি বরাবরই আন্তরিক। এ ধারা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
More News Of This Category