1. [email protected] : bappi : bappi
  2. [email protected] : Admin : Admin
বিশ্ব ইজতেমা মাঠের পর ঢামেকে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে
Thursday, 23 January 2025, 05:12 am

বিশ্ব ইজতেমা মাঠের পর ঢামেকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে

  • Update Time : Wednesday, 18 December, 2024, 03:57 pm
  • 35 Time View

অনলাইন ডেস্ক  :  বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহতদের মধ্যে ৪০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। এরপরে ঢাকা মেডিকেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  হাসপাতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে এরইমধ্যে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ মোতায়েন করা রয়েছে।

জানা যায়, ঢাকা মেডিকেলে আহতদের আনা হলে তাদের মধ্যে বেলাল হোসেন (৫৫) নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্যে একজন জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়াল্টিতে (ওসেক) লাইফ সাপোর্টে আছেন। এদিকে, সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢামেক হাসপাতালের ভেতরে কয়েক দফা দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে হাসপাতালে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়।

জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, টঙ্গী এলাকা থেকে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় হাসপাতালে এখন পর্যন্ত আহত ৪০ জন এসেছেন। এদের মধ্যে বেলাল হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। একজন জরুরি বিভাগের ওসেকে লাইফ সাপোর্টে আছেন। সংঘর্ষের পর অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখল ও জোড় ইজতেমাকে কেন্দ্র করে যোবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় ঘটনাস্থলে দুইজন এবং ঢাকা মেডিকেল কলেজে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন অর্ধশতাধিক।

Facebook Comments Box
More News Of This Category