1. [email protected] : bappi : bappi
  2. [email protected] : Admin : Admin
সাগরে ‘সুস্পষ্ট লঘুচাপ’, সাত বিভাগে শুক্রবার থেকে ভারী বর্ষণের আভাস
Thursday, 23 January 2025, 05:12 am

সাগরে ‘সুস্পষ্ট লঘুচাপ’, সাত বিভাগে শুক্রবার থেকে ভারী বর্ষণের আভাস

  • Update Time : Wednesday, 18 December, 2024, 06:51 pm
  • 29 Time View

অনলাইন ডেস্ক  বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি এখন ‘সুস্পষ্ট লঘুচাপে’ পরিণত হয়েছে; যার প্রভাবে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের সাত বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ বুধবার আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ স্বাক্ষরিত বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ২০ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় মাঝারি (১১-২২ মিমি/২৪ ঘণ্টা) থেকে ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।’ সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে সেটি হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ধরনের ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে ধরা হয় অতিভারী বৃষ্টিপাত।

আবহাওয়ার ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ তৈরি হতে পারে, এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সোমবার রাতে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়, এ নিয়ে চলতি মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হলো। নভেম্বরেও বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হয়েছিল। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম দেওয়া হয় ‘ফেইনজাল’। সেটি ভারতের তামিলনাডু উপকূলে আঘাত হানে। ফলে বাংলাদেশে এর তেমন প্রভাব পড়েনি।

এদিকে, আবহাওয়া অধিদফতরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস দিয়ে এতে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখেছে কক্সবাজার।

Facebook Comments Box
More News Of This Category