1. [email protected] : bappi : bappi
  2. [email protected] : Admin : Admin
খুলনায় ৫ লাখ করে টাকা পেলেন শহীদ পরিবারের সদস্যরা
Monday, 23 December 2024, 08:23 am

খুলনায় ৫ লাখ করে টাকা পেলেন শহীদ পরিবারের সদস্যরা

  • Update Time : Friday, 20 December, 2024, 07:15 pm
  • 6 Time View

অনলাইন ডেস্ক  :   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে খুলনায় জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তাদের চেক প্রদান করা হয়। খুলনা বিভাগের ১০ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫৮ শহীদ পরিবারের প্রতিটিকে পাঁচ লাখ টাকা করে মোট দুই কোটি ৯০ লাখ টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তারা জীবন দিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। এ বাংলাদেশ আত্মপ্রত্যয়, দুর্বার ও সাহসের বাংলাদেশ। নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে। চেক প্রদান অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও খুলনা জেলার সমন্বয়করা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
More News Of This Category