1. [email protected] : bappi : bappi
  2. [email protected] : Admin : Admin
আগামী ২৪ ডিসেম্বর থেকে পদ্মা সেতু লিংকের খুলনা-ঢাকা ট্রেন যাত্রার সূচি চূড়ান্ত
Sunday, 05 January 2025, 07:47 pm

আগামী ২৪ ডিসেম্বর থেকে পদ্মা সেতু লিংকের খুলনা-ঢাকা ট্রেন যাত্রার সূচি চূড়ান্ত

  • Update Time : Saturday, 21 December, 2024, 07:36 pm
  • 20 Time View

অনলাইন ডেস্ক  :   খুলনা থেকে ঢাকায় ট্রেন যাত্রার সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর থেকে পদ্মা সেতু রেল লিংকের নতুন এ রুটে যাত্রা শুরু হবে। একই দিন ঢাকা থেকে বেনাপোল রুটেও ট্রেন চলাচল শুরু হবে। ১৮ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কার্যালয় থেকে উপ-পরিচালক মো. খায়রুল কবিরের সই করা চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়। চিঠিতে জানানো হয়, ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস খুলনা-ঢাকা রুটে এবং ৮২৭/৮২৮ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা-বেনাপোল রুটে চলাচল করবে। প্রতিদিন একবার একটি ট্রেন খুলনা থেকে ঢাকা, ঢাকা থেকে বেনাপোল, বেনাপোল থেকে ফের ঢাকা এবং ঢাকা থেকে বিকেলে খুলনায় ফিরবে। সপ্তাহে সোমবার বন্ধ থাকবে ট্রেনটি।

খুলনা রেল স্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পদ্মা রেললিংকের দ্বিতীয় ফেজের কাজ শেষ হয়েছে।  আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর আগে নভেম্বর মাসের শেষ সপ্তাহে পরীক্ষামূলক ট্রেন চলাচল সম্পন্ন হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর থেকে প্রতিদিন খুলনা থেকে যশোরের সিঙ্গিয়া, নড়াইল, মধুমতি সেতু, গোপালগঞ্জের কাশিয়ানি, ভাঙা হয়ে ঢাকায় যাবে ট্রেনটি। ঢাকা থেকে ফিরতি ট্রেন যশোর হয়ে যাবে বেনাপোল। বেনাপোল থেকে একই রুটে ঢাকায় ফিরবে। বিকেলে আবার ঢাকা থেকে নড়াইলের একই রুট ধরে ফিরবে খুলনায়। যার বদৌলতে ৩৭৬ কিলোমিটার থেকে পথ কমে আসবে ২০৮ কিলোমিটার। খুলনা থেকে ঢাকায় যেতে সময় লাগবে মাত্র সাড়ে তিন-চার ঘণ্টা।

নতুন রুটে খুলনা-ঢাকা ট্রেনটির নামকরণ করা হয়েছে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ আর ঢাকা-খুলনা রুটের ট্রেনটির নামকরণ করা হয়েছে ‘রূপসী বাংলা এক্সপ্রেস’। নতুন যাত্রীবাহী ট্রেন চললেও আগের কোনো ট্রেনের রুট পরিবর্তন হচ্ছে না বলে জানা গেছে। খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মাসুদ রানা জানান, ২৪ ডিসেম্বর থেকে নতুন রুটে ট্রেন চলবে। ট্রেন চলাচল এবং সবকিছু নিয়ন্ত্রণের জন্য জনবল নিয়োগ ও অন্য পারিপার্শ্বিক বিষয়গুলো সম্পন্ন করা হয়েছে। তবে নতুন রুটে ট্রেন চলাচল শুরু হলেও পুরোনো রুটের ট্রেন চলাচল আগের মতোই থাকবে।

Facebook Comments Box
More News Of This Category