সচিবালয়ে এক যায়গায় আগুন লেগে তিন যায়গায় গেছে, মাঝখানে কোথাও আগুন নেই কেন?
-
Update Time :
Thursday, 26 December, 2024, 07:04 pm
-
23
Time View
অনলাইন ডেস্ক : সচিবালয়ে আগুন লাগার অন্যতম কারণ সেখানে দায়িত্বরত কর্মচারীদের অবহেলার জন্য হতে পারে কিংবা কোন গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেওয়ার জন্য এই আগুন লাগানো হতে পারে বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক একে এম শাকিল নেওয়াজ। তিনি বলেন, সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য খুবই হাল্কা কিছু জিনিসপত্র লাগানো থাকলেও সেগুলো ব্যবহার উপযোগী নয়। আগুন নিয়ন্ত্রণে ৬ ঘন্টা সময় লাগার কারণ জানতে চাওয়া হলে শাকিল নেওয়াজ বলেন, সচিবালয়ে প্রয়োজনীয় ফায়ার এলার্ম না থাকায় এবং ফায়ার সার্ভিস টিম সঠিক সময়ে আগুনের খবর না পাওয়ায় ফায়ার সার্ভিস পৌঁছাতে দেরী হয়। একই সাথে সচিবালয়ের ভবনে বা তার আশেপাশে প্রয়োজনীয় পানি না থাকায় আগুন নেভাতে সময় লেগেছিল বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সচিবালয়ের ইউটিলিট পাইপলাইন অর্থাৎ খাওয়ার পানি, ব্যাবহারের জন্য পানি এমনকি বাথরুম ব্যাবহারের পানিও একটি লাইনে ব্যাবহার করা হয়। যার ফলে সচিবালয় ভবনে কোন ট্যাঙ্ক থেকে আলাদা করে পানি নেওয়া সম্ভব হয়নি। সচিবালয় ভবনে এক লাখ গ্যালন পানি থাকা জরুরি ছিল উল্লেখ করে তিনি বলেন, সচিবালয় ভবনে এক হাজার গ্যালন পানিও ছিলোনা যেটুকু রিজার্ভ পানি থাকার কথা সেটাও ইউটিলিটি লাইন সলযোগ থাকার ফলে শেষ হয়ে গিয়েছিলো।
একই সময়ে একই ভবনে ভিন্ন তিন যায়গায় আগুন লাগার কারণ দর্শিয়ে তিনি বলেন, অবশ্যই এর পেছনে কোন না কোন কারণ আছেই। সঠিক তদন্ত কমিটি গঠন করে সময়ের মধ্যে তদন্ত করা হলে এর আসল কারণ বেরিয়ে আসবে বলে তিনি মনে করেন। শাকিল নেওয়াজ বলেন, সচিবালয়ে আগুন লাগা এবং আগুন নিভতে এতো সময় লাগার জবাবদিহি করতে হবে সচিবালয়ের সচিব থেকে শুরু করে ফায়ার সার্ভিসের সকলকেই। তাহলেই এর সঠিক তদন্ত হবে।
উল্লেখ্য, বুধবার শেষ রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিট মিলে বৃহস্পতিবার সকালে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
More News Of This Category