1. [email protected] : bappi : bappi
  2. [email protected] : Admin : Admin
অল্প সময়ের জন্য এসেছি, ফুটপ্রিন্ট রেখে যেতে চাই : সালেহউদ্দিন আহমেদ
Tuesday, 07 January 2025, 01:17 am

অল্প সময়ের জন্য এসেছি, ফুটপ্রিন্ট রেখে যেতে চাই : সালেহউদ্দিন আহমেদ

  • Update Time : Sunday, 5 January, 2025, 03:58 pm
  • 7 Time View

অনলাইন ডেস্ক  :  অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা সংস্কারের লক্ষ্যে এক-দেড় বছরের জন্য এসেছি। সে লক্ষ্যে ফুটপ্রিন্ট রেখে যেতে চাই। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি: প্রবণতা, মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সম্ভাবনা-শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, আমরা স্বল্প সময়ের জন্য এলেও একটি মেঠোপথ রেখে যাব, অন্যরা যেন সে পথে এগিয়ে যেতে পারেন।

তিনি বলেন, দেশের জন্য বাণিজ্য একটি খুবই গুরুত্বপূর্ণ খাত। তবে অতীতে ভুল নীতির কারণে অনেক বিনিয়োগকারী চলে গেছেন। উদাহরণ হিসেবে বলা যায়, সৌদি আরবের আরামকো, দক্ষিণ কোরিয়ার সামসাং কোম্পানি। সেটা ছিল ভুল নীতি। এখন এসব শুধরে নিতে হবে। শেয়ার মার্কেটের সমালোচনা করে তিনি বলেন, শেয়ার মার্কেটে অনেক কোম্পানি বিনিয়োগ করছে। তবে দেখছি, কিছু কোম্পানির ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলেও তাদের শেয়ারের দাম বাড়ছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, আমাদের কর্মীদের আরও দক্ষ হতে হবে। বিদেশে তো বটেই, দক্ষ কর্মীর অভাব আমাদের এই দেশেও আছে। তিনি বলেন, দেশে এখন বিনিয়োগের পরিবেশের গ্রাউন্ড তৈরি হয়েছে। দেশে আগের চেয়ে সৌদি বিনিয়োগকারীরা ভালো পরিবেশ পাবে আশা করি। তিনি বাংলাদেশে সৌদি বিনিয়োগকারীদের বিনিয়োগে আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান। স্বাগত বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মো. নজরুল ইসলাম, পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং সিইও এম মাসরুর রিয়াজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত এম জসীম উদ্দিন।

Facebook Comments Box
More News Of This Category