1. [email protected] : bappi : bappi
  2. [email protected] : Admin : Admin
রাতের আঁধারে রণক্ষেত্র হবিগঞ্জ, টর্চ জ্বালিয়ে চলে সংঘর্ষ : নারী-শিশুসহ অর্ধশতাধিক আহত
Thursday, 09 January 2025, 04:35 pm

রাতের আঁধারে রণক্ষেত্র হবিগঞ্জ, টর্চ জ্বালিয়ে চলে সংঘর্ষ : নারী-শিশুসহ অর্ধশতাধিক আহত

  • Update Time : Thursday, 9 January, 2025, 02:56 pm
  • 11 Time View

অনলাইন ডেস্ক  :  হবিগঞ্জের লাখাইয়ে বিল দখল নিয়ে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দুইপক্ষের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের নারী-শিশুসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, অন্য আহতদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার স্বজনগ্রামে এ সংঘর্ষ শুরু হয়। চলে রাত ৯টা পর্যন্ত।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় কাঞ্জা বিল নিয়ে লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারিছ মিয়ার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তাদের পক্ষ নিয়ে গ্রামের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। বুধবার সন্ধ্যায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও টর্চ লাইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় রাতের আঁধারে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এতে উভয়পক্ষের নারী-শিশুসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, বিল দখলকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box
More News Of This Category