যমুনা টিভির কুমিল্লা ব্যুরো চীফ খোকন চৌধুরীকে হত্যার হুমকির প্রতিবাদে কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে খোকন চৌধুরী জানান, কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভের সংবাদ প্রচারকে কেন্দ্র করে গফুর ভূইয়া মিডিয়া সেল নামক ফেসবুক পেজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোনে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
এ ঘটনায় তিনি কুমিল্লা নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন।
কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও ৭১ টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন-জনকণ্ঠের কুমিল্লা স্টাফ রিপোর্টার মীর শাহ আলম, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার মো. শহীদুল্লাহ, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আব্দুর রহমান, সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি- ওমর ফারুকী তাপসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হুমকির ঘটনা দুঃসাহসিক ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। অথচ সকল প্রমানসহ অভিযোগের চারদিন পার হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। তাই ওসির প্রত্যাহারের দাবি করেন সাংবাদিকরা। এছাড়া অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিসহ জানানো হয় সমাবেশে।