চরভদ্রাসন উপজেলা যুবদলের মোজাফফর হোসেন জাফর মোল্লাকে সভাপতি আব্দুল ওহাব মোল্লা কে সাধারণ সম্পাদক করে যুবদলের ২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করেন। এতে বলা হয় কমিটি আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি কেন্দীয় দপ্তরে প্রেরনের নির্দেশনা প্রদান করা হলো।
এ বিষয়ে নবনির্বাচিত চরভদ্রাসন উপজেলা যুবদলের সভাপতি মোজাফ্ফর হোসেন জাফর বলেন, আমি আগের আহব্বায়ক কমিটির আহব্বায়ক ছিলাম। এই কমিটিতে কেন্দ্রীয় যুবদল আমাকে সভাপতি নির্বাচিত করায় কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কর্মসূচি ঘোষণা করবে তা বাস্তবায়নে কাজ করে যাব।