1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. news@gmail.com : morning24 :
মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ 'আবু বকর' ঘুরে দেখলেন দর্শনার্থীরা
Wednesday, 17 December 2025, 01:01 am

মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আবু বকর’ ঘুরে দেখলেন দর্শনার্থীরা

মনির হোসেন
  • Update Time : Tuesday, 16 December, 2025, 11:15 pm
  • 5 Time View
মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ 'আবু বকর' ঘুরে দেখলেন দর্শনার্থীরা
7

যথাযোগ্য মর্যাদা আর নানা আয়োজনের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে মোংলার দিগরাজ নেভাল বার্থে সর্বসাধারনের জন্য উম্মুক্ত রাখা হয় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা আবু বকর।

১৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাহাজটি পরিদর্শন করার জন্য মোংলা ও এর আশেপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক শিশু, কিশোর, নারী-পুরুষ মোংলার দিগরাজ নেভাল জেটিতে আসে। এতে করে সাধারণ মানুষের নৌবাহিনীর জাহাজ ঘুরে দেখার পাশাপাশি জাহাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ হয়।

মোংলার দিগরাজ নৌ ঘাঁটির ‘বানৌজা আবু বকর’ জাহাজের কর্মকর্তারা জানান, বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সম্পর্কে মানুষের কৌতূহল থাকে। জাহাজগুলো যুদ্ধকালীন সময় কি ধরনের অস্ত্র-গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামাদি ব্যবহার করে সেগুলো জানার আগ্রহ থাকে মানুষের।

নৌবাহিনীর কর্মকর্তারা আরো বলেন, আমরা নৌবাহিনীর যুদ্ধজাহাজ সম্পর্কে যতটা সম্ভব জনসাধারনকে জানাতে চেষ্টা করি এবং যুদ্ধকালীন সময়ে আমাদের বাহিনীর কার্যক্রম কেমন হতে পারে সে বিষয়ে সবাইকে অবগত করা হয়।

যুদ্ধজাহাজ দেখতে আসা শত শত দর্শনার্থী নৌবাহিনীর সমুদ্রে গমন, উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরে সকলেই খুশি মনে বাড়ি ফিরে এবং জনসাধারণের মাঝে বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে ইতিবাচক দিক প্রকাশ পায়।

Facebook Comments Box
More News Of This Category