1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. news@gmail.com : morning24 :
মোংলায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উপহার বিতরণ
Wednesday, 17 December 2025, 09:05 am

মোংলায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উপহার বিতরণ

মনির হোসেন
  • Update Time : Monday, 15 December, 2025, 10:48 pm
  • 9 Time View
মোংলায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উপহার বিতরণ
16

মোংলায় চার্চ অব বাংলাদেশ এর অন্তর্ভুক্ত কম্প্যাশন ইন্টারন্যাশনালের অর্থায়নে পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প শেলাবুনিয়া-বিডি ০৩৩৬ কর্তৃক বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১৫ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টায় মোংলার চার্চ অব বাংলাদেশ চত্বরে আয়োজিত উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্চল পালক খুলনা ডিনারী ও এল সি.সি সভাপতি রেভাঃ শান্তি মন্ডল।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক মিঃ যোয়েল সজল বাড়ৈ। এসময় শেলাবুনিয়া শিশু উন্নয়ন প্রকল্পের জনকল্যাণমূলক কার্যক্রমের উপর বক্তব্য রাখেন রেভাঃ ফিলিপ বিশ্বাস, প্যারিশ পুরোহিত, সাধু যাকোপের গীর্জা, কানাইনগর প্যারিশ, খুলনা ডিনারীর সেক্রেটারি মিঃ রতন জোক্লে হালদার, টি. এ ফারুক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তালুকদার জিহাদ হোসাইন, সালোম মোংলার এরিয়া ব্যবস্থাপক সৌরেন্দ্র মন্ডল, এলসিসি সদস্য মারিনো দীপ্তি মন্ডল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক মোংলা শাখার ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাগণ, এল.সি.সি সদস্য শেফালী মাঝি, সুভাসিনী হালদারসহ অন্যান্য অতিথিবৃন্দ ও শিশুদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মিঃ প্রদীপ মন্ডল ও মিসেস কেয়া তালুকদারের উপস্থাপনায় অসাধারন নৈপূণ্য আর নাচ গানের মাধ্যমে অনুষ্ঠানে আগত অতিথিদের মাতিয়ে রাখেন প্রকল্পের শিশুরা। এতে অংশ গ্রহণ করেন নিলয় গাইন, ইমন জুলিয়ান সরদার, ময়না, সোহাগী, রাহেল, প্রসেনজিৎ সহ আরো অনেকে। কেককাটা, কীর্ত্তন গান পরিবেশনা ও ৩৩৩ জন শিশুকে উপহার ও খাবার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
More News Of This Category