কুমিল্লার বুড়িচংয়ে কোদালিয়া এলাকা থানা পুলিশের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কোদালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামি মো: ইসহাক (৩৬) বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কোদালিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানায় কর্মরত উপ-পরিদর্শক (এস.আই) মোঃ রাকিবুল হাসান, সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) মোঃ শাহপরান এবং সঙ্গীয় ফোর্সসহ বাকশীমুল ইউনিয়নের কোদালিয়া এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ মোঃ ইসহাক নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইসহাকের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি আরও জানান।