1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. info.saiiful@gmail.com : Admin : Admin
  3. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  4. news@gmail.com : morning24 :
চরভদ্রাসনে সাইকেল দোকানে চুরি, মালামালসহ চোর গ্রেফতার
Friday, 12 December 2025, 04:57 pm

চরভদ্রাসনে সাইকেল দোকানে চুরি, মালামালসহ চোর গ্রেফতার

আব্দুস সালাম মোল্লা
  • Update Time : Thursday, 11 December, 2025, 07:12 pm
  • 5 Time View
চরভদ্রাসনে সাইকেল দোকানে চুরি, মালামালসহ চোর গ্রেফতার
9

চরভদ্রাসন উপজেলা সংলগ্ন সালাউদ্দিনের সাইকেল দোকানে দুর্ধর্ষ চুরি: মালামাল সহ চোর গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।
জানা গেছে,সিসি ক্যামেরা গতকাল রাত আনুমানিক ২.৪৭ঘটিকায় সংগঠিত ছুরির ঘটনা দেখা গেছে বেড়া কেটে সালাউদ্দিনের সাইকেলের দোকানে কয়েকজন মিলে দুর্ধর্ষ চুরি করে। থানার এসআই সোহেল টহল অবস্থায় মালামাল সহ চোর গ্রেফতার করে।

পরে সালাউদ্দিন সাইকেল স্টোরের মালিক সালাউদ্দিন বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের পরিপেক্ষিতে চরভদ্রাসন থানায় একটি চুরি মামলার দায়ের করা করেন।মামলা নং ৪তা১১/১২২৫ইং।ধারা ৪৫৪/৩৮০/৪১১দি পেনাল কোড ১৮৬০।আসামি চরভদ্রাসন উপজেলার সবুল্যা শিকদারের ডাঙ্গী গ্রামের রোকন মোল্লার ছেলে রাজু মোললা।ও নুরু নামক অজ্ঞাতএক ব্যক্তি।

জানা গেছে, সালাউদ্দিনের দোকানে১২ ভোল্টের ১৬ টি ব্যাটারি গতকাল রাতে চুরি হয়। একএকটি ব্যাটারির মূল্য প্রায় নয় হাজার টাকা। প্রায় দেড় লক্ষ টাকার মূল্য ১২ ভোল্টের ১৬ টি ব্যাটারি ও সিসি ক্যামেরার তার এবং ব্যাটারির তার বিচ্ছিন্ন করে ব্যাপক ক্ষতি সাধন করে।

ব্যবসায়ী সালাউদ্দিন জানান, সিসি ক্যামেরায় ধারন কৃত ভুটেযে দেখা গেছে কয়েকজন মিলে দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি হওয়া ঘটনা মালামাল উদ্দ্বারে আইনি প্রক্রিয়া জোরদার কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবংচুরির হওয়া ঘটনা গুলি পুলিশ প্রশাসন আরোও কঠিন তৎপর হওয়ার জন্য অনুরোধ করেন।

চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ আনোয়ার হোসেন জানান, চুরির ঘটনা পুলিশ প্রশাসন নিয়মিত টহল ব্যবস্থা রয়েছে। আইনশৃঙ্খলা উন্নতির লক্ষ্মে এলাকায় চিহ্নিত দুষ্কৃতিকারীদের কেপুলিশ প্রশাসনকে জানিয়ে সহযোগিতায় অনেকাংশে চুরি ঘটনা কমবেএবং আইন-শৃঙ্খলা উন্নতি সম্ভব।

Facebook Comments Box
More News Of This Category