1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. info.saiiful@gmail.com : Admin : Admin
  3. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  4. news@gmail.com : morning24 :
ভারতে আটক হওয়া ৩২ বাংলাদেশী জেলেকে ফিরিয়ে আনল কোস্টগার্ড
Wednesday, 10 December 2025, 05:47 pm

ভারতে আটক হওয়া ৩২ বাংলাদেশী জেলেকে ফিরিয়ে আনল কোস্টগার্ড

মনির হোসেন
  • Update Time : Wednesday, 10 December, 2025, 05:38 pm
  • 5 Time View
ভারতে আটক হওয়া ৩২ বাংলাদেশী জেলেকে ফিরিয়ে আনল কোস্টগার্ড
7

দীর্ঘ কয়েক মাস কারাভোগের পর বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশ ও ভারতের আটক ৭৯ জেলে ছাড়া পেয়েছেন। বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে দু-দেশের আটককৃত এসব জেলেদের বুধবার (১০ ডিসেম্বর) পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এর আগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দু’ দেশের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর মধ্যে জেলেদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

এর মধ্যে ভারতের ৪৭ জন এবং বাংলাদেশের ৩২ জন জেলে রয়েছেন। বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমূদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণকালে আটক হয়েছিলেন তারা।

ভারতে আটক হওয়া ৩২ বাংলাদেশী জেলেকে ফিরিয়ে আনল কোস্টগার্ড

এ তথ্য নিশ্চিত করে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমূদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত ১২ জুলাই এবং ২ আগস্ট এফবি মা মঙ্গল চন্ডি-৩৮, এফবি ঝড় এবং এফবি পারমিতা-৪ নামে তিনটি ফিশিং বোটসহ ৪৭ জন জেলেকে আটক করে।

অপরদিকে, গত ১২ এবং ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমূদ্র সীমারেখা অতিক্রম করে ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে দুটি বাংলাদেশী ফিশিং বোটসহ ৩২ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড।

অতঃপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহিত হয়।

পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আটককৃত জেলেদের হস্তান্তর/গ্রহণের কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব বাংলাদেশ কোস্ট গার্ডকে অর্পণ করা হয়। এরই ধারাবাহিকতায় গত ০৯ ডিসেম্বর বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL) এ বাংলাদেশে আটক থাকা ৪৭ জন ভারতীয় জেলেকে তিনটি ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ড এর নিকট হস্তান্তর করা হয়। একইসাথে ভারতে আটক থাকা ৩২ জন বাংলাদেশী জেলেসহ একটি ফিশিং বোট ‘এফবি মায়ের দোয়া’ ভারতীয় কোস্ট গার্ড হতে বাংলাদেশ কোস্ট গার্ড গ্রহণ করে এবং অপর একটি বোট গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

Facebook Comments Box
More News Of This Category