1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. info.saiiful@gmail.com : Admin : Admin
  3. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  4. news@gmail.com : morning24 :
মোংলায় মৎস্য সম্পদ উন্নয়নে মৎস্যজীবী নেটওয়ার্ক ও মৎস্য অধিদপ্তরের আলোচনা সভা।
Wednesday, 10 December 2025, 06:54 pm

মোংলায় মৎস্য সম্পদ উন্নয়নে মৎস্যজীবী নেটওয়ার্ক ও মৎস্য অধিদপ্তরের আলোচনা সভা।

মনির হোসেন
  • Update Time : Wednesday, 10 December, 2025, 05:52 pm
  • 2 Time View
মোংলায় মৎস্য সম্পদ উন্নয়নে মৎস্যজীবী নেটওয়ার্ক ও মৎস্য অধিদপ্তরের আলোচনা সভা।
4

মোংলা উপজেলায় মৎস্য সম্পদ উন্নয়নে মৎস্যজীবী নেটওয়ার্ক এবং ফেডারেশনের উদ্যেগে উপজেলা মৎস্য অধিদপ্তরের সাথে বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর সহযোগীতায় মোংলা উপজেলায় মৎস্য সম্পদ উন্নয়নে মৎস্যজীবী নেটওয়ার্ক এবং ফেডারেশনের উদ্যেগে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফিশনেট প্রল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর সহযোগীতায় ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় ১০ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় মোংলা উপজেলায় মৎস্য সম্পদ উন্নয়নে মৎস্যজীবী নেটওয়ার্ক এবং ফেডারেশনের উদ্যেগে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয় ছিল। জেলে নিবন্ধন, মৎস্যজীবী সমবায় সমিতি গঠন ও ক্যাম্পেইন কাযক্রম।

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র মৎস্য অফিসার,
মোঃ জাহিদুর রহমান এসময় উপস্থিত ছিলেন সমবায় অফিসার মোঃ জুবায়ের হোসেন, মৎস্যজীবী নেটওয়ার্ক এবং ফেডারেশনের প্রতিনিধিগণ। জেলে নিবন্ধনের নীতিমালা, পদ্ধতিসহ বিস্তারিত বিষয়ে সভায় আলোচনা হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বলেন ডিসেম্বর’২৫ ও জানুয়ারী;২৬ এই দুই মাস ব্যাপী জেলে নিবন্ধনের কার্যক্রম চলবে। তিনি আরো বলেন সরাসরি সশরীরে অফিসে এসে ফরম পূরণ করতে হবে। এক্ষেত্রে প্রতিদিন অফিস খোলা সময়ে আসতে হবে। পূর্বের তালিকাভূক্ত মৎস্যজীবীদের তালিকা ইউনিয়ন ভিত্তিক যাচাই-বাছাইয়ের জন্য ‘উত্তরণ’ কে সহযোগীতা করতে বলেন। বর্তমানে জমাকৃত আবেদন এর ডাটা এন্ট্রি হচ্ছে। যারা এখন ও আবেদন করে নাই তাদের আবেদন গ্রহন করা হবে, তবে সঠিক আবেদন যেন আসে সে বিষয়ে পরামর্শ দেন।

উপজেলা সমবায় অফিসার সমবায় সমিতি গঠন প্রক্রিয়া সম্পর্কে বলেন, ইউনিয়ন ভিত্তিক সমবায় সমিতি করতে হবে। শেয়ার- সঞ্চয় জমা করতে হবে। কমপক্ষে ২০জন সদস্য নিয়ে সমিতি করতে হবে। এক্ষেত্রে চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন প্রয়োজন হবে। পটগানের মাধ্যমে ক্যাম্পেইন কার্যক্রম এর জন্য সভায় ৪টি স্থানের নাম প্রস্তাব করেন যেমন, বিদ্যার বাহন, চিলা বাজার, জয়মনিরঘোল এবং কাইনমারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মোঃ মিজানুর রহমান, এ্যাডভোসেসী অফিসার, ফিশনেট প্রকল্প, উত্তরণ।

Facebook Comments Box
More News Of This Category